লুকালে আমায় দেখে বিকেল বেলায়
নিশিতে ভেবে আমায় কাঁদালে হৃদয়।।


ভালবাসো মন থেকে ভাব সারাক্ষণ
একটু আড়াল হলে ছুটো ভনভন।
অভিমান করে ভূল হৃদয় পোড়ায়।।


মুখে বলো যাও দূরে এসে না তো কাছে
বুকে বলো থাকো পাশে যে যা বলে পিছে।
সারাক্ষণ ডাকো তুমি জানে যে হৃদয়।।


রচনা কাল : ২৮/০৩/২০১৮ ইং