কতটা কাঁদে অন্তর জানবে না তুমি
কখনোই বুঝলে না প্রেম কত দামি।।
ভুলে নয় সত্য মনে চলে গেছো দূরে
জানি আমি আরো দুঃখ দিবে তুমি মোরে।
কি ভুল ছিল আমার জানি না ক আমি।।
এ ভুবন হল পর হারিয়ে যে মন
তোমার লাগি আমার কাঁদে দু'নয়ন।
কষ্ট দিলে পাপ লাগে বুঝলে না তুমি।।
রচনা কাল : ২০/০৩/২০১৮ ইং