কত সুখ দিয়ে ছিলে তুমি এই ভবে
পর হয়ে গেছো বলে আপন না হবে।।
কত সুখ দু'টি মনে প্রেমের ছোঁয়ায়
সেই কথা ভেবে আজ আঁধার পোহায়।
তোমার মতন কেহ নাই এই ভবে।।
কেউ ভাল বাসে না তো তোমার মতন
কেউ করে না আদর করে না যতন।
তুমি আর কত দিন মোরে ছেড়ে রবে।
রচনা কাল : ১৬/০৫/২০১৮ ইং