কত সুখ ছিল মনে প্রেমের ছোঁয়ায়
সে প্রেম না বোঝে মোর হৃদয় দোলায়।।
বোঝে নি কখনো মন প্রেম সে তো নয়
দুঃখের দুয়ারে সব মিছে রঙ রয় ।
সে দুয়ার খুলে গিয়ে কষ্টে প্রাণ যায়।।
মিছে স্বপ্ন মিছে আশা বেঁধে ছিল মনে
ছলনাতে ভালবেসে ছিল মোর সনে।
সেই ভালবাসা তাই হৃদয় পোড়ায়।।
রচনা কাল : ১৪/০৫/২০১৮ ইং