কত কথা ছিল মনে শুনলো না কেউ
মেঠো পথ হাসি খুশি বুঝলো না সেউ।।
কত অশ্রু চোখে ঝরে বোঝেনি নয়ন
কত ব্যথা বুকে আছে বুঝে নিতো মন।
সাগরেতে কত জল বোঝে না তো ঢেউ।।
মিছে কথা মিছে আশা শুনে ছিল মন
দুঃখের বাসর তাই মানলো বাঁধন।
সে বাঁধন ফাঁসি দেয় বুঝে নি তো কেউ।।
রচনা কাল : ১৫/০১/২০১৮ ইং