কত কষ্ট এই বুকে কেউ তো জানে না
দূরে গেছে প্রাণ প্রিয়া কাছেতে আসে না।।


শেষ বেলা মোর বুঝি ঘনিয়ে যে এলো
দুঃখ ভরা প্রাণ শুধু দুঃখ নিয়ে গেলো।
জীবন বুঝি আমার শুধুই ছলনা।।


শক্ত ভালবাসা বুকে নাহি যেন সয়
নরম হৃদয় মাঝে দুঃখ শুধু রয়।
জ্বালা নেই অশ্রু চোখে আর তো ঝরে না।


রচনা কাল : ১৮/০২/২০১৮ ইং