কত যে বেদনা  ভরা আমার অন্তরে
আরেক ফাল্গুন কেন অশ্রু হয়ে ঝরে।।


ফাল্গুন সুখের মাস মানে না হৃদয়
জ্বালাতন দেয় সবে এ ভুবনময়।
সুখ দিয়ে প্রাণে প্রাণে মুখ চেপে ধরে।।


ফুল ফোটা দেখে আজ ফাল্গুন আসে না
পাখি গান গায় যদি বেদনা সরে না।
কেন আজ এ ভুবন ডুবায় সাগরে।।


রচনা কাল : ১৫/০৩/২০১৮ ইং