কত দূরে তুমি বন্ধু দেখা দাও মোরে
তোমারে না দেখে আজ অশ্রু শুধু ঝরে।।


কত দিন ছিলে পাশে দিয়ে ছিলে সুখ
আজ কেন দূরে গেলে লুকালে ও মুখ।
বন্ধুরে আয় না ফিরে দেখি মন ভরে।।


কত দিন দেখি না রে ওই গাঙ পাড়ে
আজও বসি থাকিরে সারা বেলা জুড়ে।
আর তো বন্ধু আসো না আসি আসি করে।।


রচনা কাল : ০৩/০৩/২০১৮ ইং