কত দিন পরে তুমি এলে মোর কাছে
বিরহি মন আমার শান্ত হল মিছে।।
কিছুক্ষণ থেকে তুমি চলে গেলে দূরে
কত কথা মনে এলো ব্যথা ভরা সুরে।
সব কথা এই বুকে রয়ে গেল পিছে।।
কেন হল এই দেখা মনকে শুধাই
বুক ভরা ব্যথা জাগে কাহারে জানাই।
শান্ত্বনা নাহি পেলাম ভবে কারো কাছে।
রচনা কাল : ০৩/০১/২০১৮ ইং