কত দিন বেঁচে রবো এই পৃথিবীতে
ঘর বেঁধে কি করবো কি বা সুখ নিতে।।
বানাবো রঙিন ঘর লাগে মনে ভয়
ঝড় এসে সেই ঘর ভাঙবে নিশ্চয়।
সব কিছু পড়ে রবে ভুবন গলিতে ।।
দু'দিনের এই ভবে, কেন করো চুরি
লুটেপুটে নাও কেন গলে ধরে ছুরি।
ভয় কি পাও না তুমি কবর নিশিতে।।
রচনা কাল : ১৫/০৫/২০১৮ ইং