কত ব্যথা হয় দেখা জীবনের পথে
ভরা এই পৃথিবীতে কেউ নেই সাথে।।


কত শত দৃশ্য দেখি দুঃখ হাসি গাঁথা
দেখা হলনা আমার হৃদয়ের ব্যথা।
কত পথ গেলে আরো দুঃখ পাবো সাথে।।


হাসি জীবনে আমার, হল যেন ফাঁসি
দেখাতে পারিনি তাই অশ্রু জলে ভাসি
শুকনো পাতা যেমন পড়ে শূন্য পথে।।


রচনা কাল : ২১/০১/২০১৮ ইং