কত বেদনার পরে সুখ আসে ধারে
সয়ে যেতে অশ্রু ঝরে চোখে বারে বারে।
একবার যদি তুমি বুঝে নিতে মন
প্রেম পেতো এই বুক তবে সারাক্ষণ।।


বুঝানোর শত চেষ্টা সবি হল মিছে
কষ্ট তাই এই প্রাণ নিজ করে নিছে।
পুড়ে পুড়ে বুক যেন হল খাঁটি ধন।।


আশা করে মন দিয়ে হয়ে গেছে ভুল
চৈত্র মাসে রুক্ষ মাঠে ফোটে নাক ফুল।
হাহাকারে থাকে ভরে তাই সব বন।।


রচনা কাল : ৩১/০১/২০১৯ ইং