কোথাও দেখিনি তারে গেছি ভালবেসে
নিভৃত যতনে বুকে ঠাই দিছি হেসে।।
স্বপনে গভীর রাতে আসে ধার কাছে
হাতের ছোঁয়ায় মন সুখ পায় পাছে।
ফুটলে ভোরের আলো যায় দূরে ভেসে।।
আশার প্রদীপ জ্বলে ক্ষণে ক্ষণে নিভে
আড়ালে ডাকছে বুঝি কাছে টেনে নিবে।
প্রেমের সাগরে মন ডুবে যায় শেষে।।
কিভাবে এমন হল বুঝি নাহি আজ
ভাবছি শুধুই বসে ফেলে সব কাজ।
চলছি নয়ন মেলে পাগলের বেশে।।
রচনা কাল : ০৩/১২/২০১৮ ইং