কথা যদি নাহি বলো কেন পাশে আসো
সখিদের গলা ধরে কেন এত হাসো।
বুঝি গেছি বুক মাঝে প্রেমজ্বালা জ্বলে
মুখ নয় চোখ শুধু তাই কথা বলে।।
ঘরে বসে গুনগুনে গাও বুঝি গান
সেই গান ভেসে এসে লাগে এই প্রাণ।
মায়া ভরা মিষ্টি সুর করে ঝলমলে।।
স্বপ্নে এসে বলো কথা মন খুলে দিও
দেখা হলে এইবার বুকে টেনে নিও।
দু'জনার দম যেন এক সাথে চলে।।
রচনা কাল : ০৮/১২/২০১৮ ইং