কথা বলে কত সুখ জানা হল আজ
মিষ্ট কথায় উত্তর মেলে গেল আজ।।


জানতে চেয়েছি যাহা বলে দিলে তাই
জানি না কো তুমি মোরে বুকে দিবে ঠাই।
কি ভেবে যে কিছু কথা বললাম আজ।।


একা হল স্বপ্ন আঁকা জানো না কো তুমি
কবে মোর স্বপ্ন কথা জানবে যে তুমি।
ভালবেসে কবে মোরা করবো যে সাজ।।


রচনা কাল : ১৬/০২/২০১৮ ইং