কষ্ট দিলি এত বেশি ভালবাসি বলে
শাহিন বলে ভুবনে প্রেম শুধু ছলে।।
কষ্টে কষ্টে প্রাণ খানি করে ছটফট
বুকের ভেতর হাড় করে কটমট।
ক্ষণে ক্ষণে অশ্রু চোখে করে টলমলে।।
মনে হয় পৃথিবীতে বাঁচবো না আর
মৃত্যু আছে অতি কাছে নিবে পর পার।
সেই সময় পাবি না কোন ফোন কলে।।
রচনা কাল : ১৩/০৯/২০১৮ ইং