কষ্ট দিছি জ্বালা দিছি সয়ে নিলি তুই
তোর বুকে বেঁধে প্রাণ আয় তোরে ছুঁই।
অভিমান করে আর যাস নাহি দূরে
তুই ছাড়া এই প্রাণ শুধু যায় পুড়ে।।


অন্ধকারে ভেসে যাই কষ্ট তরী নিয়ে
কত পথ যাবো আর কত ব্যথা নিয়ে।
সারা দিন চৈত্র খরা বয় বুক জুড়ে।।


ভাগ্য দোষে হলি পর দোষ দিবো কারে
অভিশাপ দিবি কত আর বারে বারে।
মরে গেলে সব ব্যথা যাবে যেন ফুরে।।


রচনা কাল : ২৮/০১/২০১৯ ইং