কষ্ট দিবে যত খুশি দিবো নাহি বাঁধা
কথা যদি নাহি বলো শুধু হবে কাঁদা।
পর হয়ে গেছো বলে কোন দাম নাই
চুপিসারে থাকো দূরে বুক পুড়ে ছাই।।


মনে বলে ভুলে গেছো সময়ের স্রোতে
কিছু কথা আছে গাঁথা বুকে কোন মতে।
জাগে যদি ব্যথা তবে ফোনে দাও ঠাই।।


প্রতিদিন কথা হবে বলি বার বার
কানে নাও মনে নাহি নাও একবার।
কষ্ট লাগে বড় বেশি অপেক্ষাতে তাই।।


রচনা কাল : ২৮/১২/২০১৮ ইং