কষ্টের জীবনে বুঝি সীমানা নাই রে
ভুবনের সব খানে যন্ত্রণা পাই রে।।
আষাঢ় আসবে বলে থাকি অপেক্ষায়
অশ্রুজল তার মাঝে যেন মিশে যায়
কবে আসবে শ্রাবণ বর্ষণ চাই রে।।
হৃদয়ের মাঝ খান পুড়ে পুড়ে ছাই
আপন জন কাঁদালে কাহারে জানাই।
বিরহের গান আজ গোপনে গাই রে।।
রচনা কাল : ০৪/০৬/২০১৮ ইং