কোন দাম পেল না ক এই সাদা মন
অগোছালো বলে লোকে যেন সারাক্ষণ।।
দু'দিনের দুনিয়ায় কেমনে সাজবো
মিছে টাকার আশায় কেন যে ভাববো।
কি হবে মরণ এলে দিয়ে এত ধন।।
গাছতলে শুয়ে প্রাণ যদি চলে যায়
দালানের থেকে বেশি মন শান্তি পায়।
অর্থ সুখ নাহি দেখে এই দু'নয়ন।।
রচনা কাল : ১৬/০৯/২০১৮ ইং