কোন বনে আছে ফুটে কেবা ফুল হয়ে
কবে পাবো দেখা তার প্রাণ যায় ক্ষয়ে।।
তারা গুলো জ্বলে নিভে যেন দূরাকাশে
স্বপ্ন আসে স্বপ্ন ভাঙে কিছু কথা ভাসে।
সেই কথা চুপিসারে কারে যাই কয়ে।।
ফুল ফোটে ফুল ঝরে পাখি গান গায়
আশা বাঁধে আশা ভাঙে জীবনের নায়।
জানা নাই কারো মনে আছি কত খানি
প্রেম দিবে কেউ এসে এতটুকু জানি।
পথে ঘাটে খুঁজে তারে স্বপ্ন সাথে লয়ে।।
রচনা কাল : ১০/১১/২০১৮ ইং