কোকিল তো উঁচু ডালে গায় কত গান
দোয়েল শ্যামার গানে নাচে যেন প্রাণ।।


বসন্তের সুরে সুরে আসে কত সুখ
দেখা যায় অচেনার কত শত মুখ।
ভালবেসে সুখী হয়ে গায় মন গান।।


দূরে যায় ব্যথা সব বসন্ত পবনে
রঙিন ভুবন যেন সবার নয়নে।
ব্যথা নেই কারো মনে গায় সবে গান।।


রচনা কাল : ২৫/০৩/২০১৮ ইং