কখনো জানতে যদি কত ভালবাসি
অন্তরে আমায় রেখে দিতে মুখে হাসি।।


শুনোনি আমার কথা গেছো বহু দূরে
হৃদয় গভীর তাই গেছে যেন পুড়ে।
ভাবলে একটু খানি হতে পাশাপাশি।।


বোঝনি তোমায় মন কত খানি চায়
সইতে সইতে কষ্ট নিশি কেটে যায়।
কাছের মানুষ হয়ে দূরে গেলে ভাসি।।


কেমনে আনবো ফিরে শুধু ভেবে যাই
মায়ার বাঁধনে বাঁধা আজো আছে তাই।
স্মৃতির পাতায় কত ঘুরে ফিরে আসি।।


রচনা কাল : ২২/০১/২০১৯ ইং