কখনো তোমায় যদি হারায়ে ফালাই
আসবে না খুঁজে আর আমার এ ঠাই।।


ভুলে গেলে হবে খুশি হাসবে আবার
নিশি দিনে কেউ আর জ্বালাবে না আর।
তাই মন বলে যেন দূরে চলে যাই।।


একা থাকা কষ্টকর তবুও তো ভাল
অপেক্ষায় থেকে মন হবে না কালো।
বার বার আসি বলে কোন দাম নাই।।


রচনা কাল : ০৫/০৮/২০১৮ ইং