কবে হবে পূর্ণ আশা মিটে যাবে তৃষা
ভেবে ভেবে কত কথা নাহি পাই দিশা।
দিন যায় রাত যায় ব্যথা ভরা মন
হাহাকার বুক জুড়ে থাকে সারাক্ষণ।।
জলহীন এই দেহ বাঁচে কত দিন
ভরা নদী দেখে বুক করে চিনচিন।
খেতে গেলে মানা করে বলে বড় ধন।।
মূল্য ছাড়া কোন কিছু চেয়ে হয় ভুল
স্বপ্ন দেখা মিছামিছি নাই তার মূল।
সব প্রাণ হাসে খেলে করে আলাপন।।
রচনা কাল : ১৮/১২/২০১৮ ইং