কিছুতে মন বোঝে না তুমি হলে পর
ভাবনার দরজায় শুধু যে আঁধার।।
তুমি নেই পাশে তাই সুখ মনে নেই
খাঁচার পাখির চোখে স্বপ্ন আর নেই।
ব্যথার অনলে দগ্ধ আমার অন্তর।।
কিভাবে বুঝাবো আর ভালবাসি কত
জানবে না দেখবে না বুকে ব্যথা শত।
ভুলে গিয়ে সব কিছু গড়েছো অন্তর।।
রচনা কাল : ০৮/০২/২০১৮ ইং