কিছু কথা যাও শুনে বৈশাখের দিনে
ভালবাসি ভালবাসি শুনো গানে গানে।।
চুপি চুপি কানে কানে শোনো কিছু কথা
হাত ধর ছেড়ে না তো, দিও না তো ব্যথা।
ভালবাসো নাহি বাসো মনে রেখো মোরে
মন থেকে ভালবাসি সারাক্ষণ ধরে।
আজ বৈশাখের দিনে ভাবো মনে মনে।।
কত আশা বাঁধে বাসা তোমার ছোঁয়ায়
হৃদয়ের সব খানে রক্ত দোল খায়।
জানি না সারা জীবন রবে কি না পাশে
শুধু জানি সারাক্ষণ রবে ভালবেসে।
দূরে গেলে তবু মনে রব ক্ষণে ক্ষণে।।
রচনা কাল : ১৪/০৪/২০১৮ ইং
পহেলা বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ।