কিছু কথা কিছু স্বপ্ন রাঙায় নয়ন
রঙিন কথার রাজ্যে সাজায় ভুবন।।


আসল নকল সব এক দাম হয়
প্রেম ছলনায় ভরা একই হৃদয়।
সত্যি ছলে পরে মন হারায় নয়ন।।


মিথ্যায় ভরা ভুবন বাঁচা বড় মিথ্যা
শখের জিনিস গুলো কষ্ট দিয়ে গাঁথা।
পৃথিবীর তুচ্ছ কিছু হয় দামি ধন।।


রচনা কাল : ২৭/০২/২০১৮ ইং