কিছু কথা আছে মনে দেয় শুধু জ্বালা
বিরহের প্রেম বুকে হয়ে আছে কালা।।


ভাবনার উঁচু ডালে আছে সেই মুখ
যে মুখের হাসি দেখে মন পেত সুখ।
সেই মুখ আজ বুক চিরে করে ফালা।।


নিশিদিনে যারে ভেবে একা গেছি হেসে
তারে ভেবে আজ চোখ যায় জলে ভেসে।
এই মন তার গলে কেন দিল মালা।।


রচনা কাল : ২৭/০৪/২০১৮ ইং