কি যাদু করলে তুমি বলো না আমায়
তুমি ছাড়া বেঁচে থাকা হয়ে গেছে দায়।।


কয়দিন আগেও তো ছিলে বহু দূরে
একা একা থেকে মন যায় নি তো পুড়ে।
আজ কেন মন প্রাণ তোমারে যে চায়।।


তুমি আজ ভাবনাতে থাকো সারাক্ষণ
সুখী হত এই প্রাণ হলে যে আপন।
গানে গানে কত কথা মন বলে যায়।।


রচনা কাল : ২৮/০৮/২০১৮ ইং