কি লাভ হল তোমার আমায় কাঁদিয়ে
দুঃখ দিলে সুখ কি গো পায় কোন হিয়ে।।


আমার এ বুক জুড়ে শুধু হাহাকার
পুড়ে গেছে এই মন যেন বারে বার।
সুখী হতে ভুলে গিয়ে কষ্ট গেলে দিয়ে।।


সুখ নেই কোন খানে নেই মোর নীড়ে
সব সুখ চলে গেছে লক্ষ মন ভিড়ে।
খুঁজে তাই পাই না কো ভিড় ঠেলে গিয়ে।।


রচনা কাল : ০৫/০৫/২০১৮ ইং