খুব কষ্ট এত কষ্ট লাগে কেন প্রাণে
ব্যথা ভরা গান কেন বাজে সব খানে।।


তুমি নেই বলে আর কেউ নেই পাশে
দূরে গেছো তাই কষ্ট ধারে এসে হাসে।
জানতাম না কাঁদাবে দিয়ে সুখ কানে ।।


ফোনে কথা বলে কত হাসি পেতো মন
মেসেজে লিখতে কত আছো গো কেমন।
কত ভাল  বাসতাম মন নাহি জানে ।।


রচনা কাল : ০৮/০৮/২০১৮ ইং