খেয়াঘাটে বসে মন শুধু গান গায়
তরী খানি গেছে ভেসে দূর অজানায়।।
কত পথ গিয়ে তরী ফিরে আসে ঘাটে
জানা নাই তাই বলে বুক যেন ফাটে।
আশা করে তবু প্রাণ তারে যদি পায়।।
কাছে ভিড়ে কেউ যদি ফিরে যায় ঘরে
চোখে যেন দিবানিশি অশ্রু শুধু ঝরে।
মনে জাগে সেই তরী দূরে রয়ে যাবে
এই ঘাট তারে আর ফিরে নাহি পাবে।
ভরা নদী শুকে গেলে ফেটে যেন যায়।।
রচনা কাল : ১৫/১১/২০১৮ ইং