খাঁচার ভেতর পাখি ডাকে নাম ধরে
তারা যেন রূপ দেখে গেছে প্রেমে পড়ে।।
কিচিরমিচির করে কত গান গায়
ভাল লেগেছে তোমায় এভাবে জানায়।
বুঝাতে সুখের বার্তা লাফালাফি করে।।
সকাল সন্ধ্যায় তারা কত যে ভাবছে
তোমাকেই ভালবেসে সুখ যেন পাচ্ছে।
তুমি না থাকলে পাশে কাঁদতো অঝরে।।
রচনা কাল : ২৭/০৮/২০১৮ ইং