কেউ শুনে নি বোঝে নি বুকে কত জ্বালা
আমার হাসির মানে নয়তো যে খেলা।।
মিথ্যা প্রেমে সত্য ছলে হাসে যার প্রাণ
তার হাসি মোর হাসি মিলে নয় গান।
আমার হাসির মানে নাই আর বেলা।।
হাসি মাঝে কত রঙ বোঝা বড় দায়
কত হাসি এ ভুবনে বেদনা ছড়ায়।
শত হাসি শত ব্যথা দেয় মোরে ঠেলা।।
রচনা কাল : ২৫/০৩/২০১৮ ইং