কেউ কেউ কথা দিয়ে দূরে চলে যায়
প্রেম জ্বালা দিয়ে কেউ সুখ খুঁজে পায়।।
ব্যথা দিয়ে মালা করে পড়ে দেয় গলে
খোলা নাহি যায় কভু সাথে সাথে চলে।
এত জ্বালাতন পেয়ে পোড়ে সারা গায়।।
এঁকেবঁকে মেঠো পথে নেচে নেচে আসে
স্বপ্ন গুলো মন জুড়ে সারাক্ষণ ভাসে।
ঢেউ আসে পিছে পিছে জীবনের নায়।।
ভীতি মনে চলি ফিরি নাই কোন সুখ
চোট পেয়ে পড়ে গিয়ে ফেঁটে যায় মুখ।
মন থাকে কারো আশে বসে অপেক্ষায়।।
রচনা কাল : ১৩/১২/২০১৮ ইং