কেউ জানে না আমার ব্যথা ভরা মন
আঁধারে অশ্রু ঝরায় তাই দু'নয়ন।।
মাথা ভরা শুধু স্মৃতি লাগে তাই ভার
মনে হয় পৃথিবীতে বাঁচবো না আর।
ঘুম ঘুম দু'নয়নে কাঁদে যে ভুবন।।
বিরহের এত জ্বালা হৃদয়ে সহে না
হাত পা বাঁধে সমাজ দুঃখ তো বোঝে না।
ভয় লাগে যদি তার হয় রে মরণ।।
রচনা কাল : ০৭/০৪/২০১৮ ইং