কেমনে কাঁদিয়ে গেলি হেসে পর ঘরে
বুঝলি না তোরে ছাড়া প্রাণ কেঁদে মরে।।
একদিন ভাদ্র মাসে ছিলি বহু দূরে
সেই দিন উঠেছিল ব্যথা বুক জুড়ে।
বলেছিলাম সে কথা দুই দিন পরে।।
ভেঙে চুরে দিয়ে মন পেলি বড় সুখ
আড়ালে লুকালি পরে ওই হাসি মুখ।
তোর কথা না শুনিলে ঘুম নাহি ধরে।
রচনা কাল : ০৩/১০/২০১৮ ইং