কেমনে বুঝাবো তোরে কত ভালবাসি
বুকটা কেমন করে দেখে তোর হাসি।।
কি করলে তুই হবি শুধুই আমার
যাবি না কখনো তুই ছেড়ে অন্য ধার।
ভুলে গেলে এ গলায় পড়বো যে ফাঁসি।।
জানিস না তোরে নিয়ে দেখেছি স্বপন
হারালে কোথাও তুই কাঁদবে এ মন।
মজা করে দিস না রে কষ্ট রাশি রাশি।।
রচনা কাল : ১৩/০৮/২০১৮ ইং