কেমন জানি লাগছে এই পথে এসে
চলেছো কি এই পথে মিষ্টি মিষ্টি হেসে।।


আজ নয় কাল নয় হাজার বছরে
ফুরাবে না এই সুখ এই পথ ধারে।
কেমন সুগন্ধ যেন এই পথে ভাসে।


দূর হতে দেখা গেল তোমার মতন
ভুল ভাঙে ধীরে ধীরে এলো সে যখন।
তোমার ছায়াও যেন ছলনায় হাসে।।


রচনা কাল : ০২/০২/২০১৮ ইং