কে বাসিবে ভাল আর কেউ নাই পাশে
দূরে গিয়ে সুখ পাখি কেন জানি হাসে।।
যে বাসিতো ভাল মোরে সে তো নাই কাছে
অন্য বুকে গিয়ে যেন সুখ পেল পাছে।
তাই তো সে ভুলে গেল দুঃখে অশ্রু ভাসে।।
নীরবে তাহার কথা ভাবি একা একা
প্রেমের আগুন দিয়ে দিল মোরে ছ্যাকা।
পথ প্রাণে দেখে মোরে লোকে কেন হাসে।।
রচনা কাল : ০৮/০৪/২০১৮ ইং