কাশফুল ফুটে আছে মেঠো পথ ধারে
চারদিকে বর্ষা জল কমে আর বাড়ে।।
নিলাকাশে সাদা মেঘ উড়ে উড়ে যায়
তারা নাকি নেমে পড়ে গিয়ে দূর গাঁয়।
মেঘ সাথে পাখি উড়ে থেমে বারে বারে।।
কিসের আশায় তারা যায় দূর দেশে
খুঁজি হয়ে পথহারা পাগলের বেশে।
শরতের মৃদু হাসি মন শুধু কাড়ে।।
রচনা কাল : ২২/০৯/২০১৮ ইং