কাছে এসো দুঃখ নিবো সুখ দিবো আর
ভালবাসা যত বুকে সব যে তোমার।।


হারাবো না কোনদিন দিবো না তো ব্যথা
মন দিয়ে শুনে যাও তুমি মোর কথা।
বার বার ফিরে ফিরে দেখবো অন্তর।।


ছুঁইবো না দুঃখ দিয়ে ছুঁইবো আদরে
ভালবাসা দিয়ে ভরে চাইবো না ফিরে।
ভাল তুমি নাই বাসো ছাড়বো না দ্বার।।


রচনা কাল : ১৬/০২/২০১৮ ইং