কাছে এসে কানে কানে বলো ভালবাসি
দূরে গিয়ে এত করে কেন দাও হাসি।
লুকাবার চেষ্টা করে থাকো চুপিসারে
দেখা দিবে জানি আমি ঘুরে বারে বারে।।
এই ভাবে মায়া দিয়ে কাছে টেনে নাও
কত খানি ভালবাসি বুঝে নিতে চাও।
বুদ্ধিমতী ডাকি কত আসো ছুটে ধারে।।
ভালবাসি যতটুকু বুঝে যদি যেতে
হৃদয়ের ভাজে ভাজে শুধু সুখ পেতে।
প্রেম দিয়ে বাঁধো মন এসে এই পাড়ে।।
রচনা কাল : ১৬/১২/২০১৮ ইং