কাছাকাছি আছো বলে বুকে বাঁধি আশা
দূরে গেলে মন ভাঙে ভাঙে যেন বাসা।
বন্ধু হয়ে চিরকাল খেলো যত খেলা
ভুল করে কভু তুমি নাহি করো হেলা।।
যত্ন করে ভালবেসে মন দিছি সপে
প্রাণ তাই সারাক্ষণ প্রেমমালা ঝপে।
ঠাই দিছো বুক মাঝে খুশি সারা বেলা।।
জীবনের সর্বক্ষণে রেখো পাশাপাশি
চোখে চোখ রেখে দিও মিষ্টি করে হাসি।
সুখ তবে প্রাণ জুড়ে বসে দিবে মেলা।।
রচনা কাল : ১৯/১২/২০১৮ ইং