কার জন্যে মন পোড়ে আছে কত দূরে
দেখিনি কোন সময় কোনো পথ ধারে।।
শুধু কল্পানায় ভাসে সেই মুখ খানা
যে মুখের মিষ্টি হাসি দেয় মনে হানা।
কোথায় খুঁজবো তারে সারা দিন ভরে।।
সে কি ভুবনের কন্যা নাকি অন্য গ্রহ
সে কথা জানতে চাই জানে না তা কেহ।
পাবো কি তার সোহাগ হৃদয় বাহিরে।।
রচনা কাল : ১৩/০৩/২০১৮ ইং