কালো মেঘে চারদিক গেছে আজ ছেয়ে
বিরহের সুরে মন যায় গান গেয়ে।
কত করে বলে ছিল হবে নাহি পর
সেই আজ ভুলে গিয়ে বেঁধে নিল ঘর।।


এই মন দিবানিশি কাঁদে ঝারে ঝার
আমাদের প্রেম বুঝি মেনে নিলো হার।
পড়ে যাচ্ছি কেউ এসে এই হাত ধর।।


জানি অনেকেই এসে ধরে নিবে হাত
ছেড়ে যাবে যদি আসে কভু কালো রাত।
একা একা তাই চলি তোরা সবে সর।।


রচনা কাল : ১১/১১/২০১৮ ইং