কালো দুটি চোখে দেখি পৃথিবী রঙিন
সেই চোখে অশ্রু কেন ঝরে প্রতিদিন।।


ভালবাসা কেন হয় এত অসহায়
নেই ভুল তার মাঝে তবু জ্বালা দেয়।
পৃথিবীর সুখ তাই হয়ে থাকে ঋণ।।


কাগজের মন নিয়ে কেহ প্রেম পায়
আবার সুন্দর মন প্রেম যে হারায়।
মন পেয়ে কেহ কষ্টে কাটে রাত দিন।।


রচনা কাল : ০৯/০১/২০১৮ ইং