কাল সারা দিন রাত কষ্টে কেটে যায়
হাসি ভরা প্রিয় মুখ ছিল যে লুকায়।।
ফোনে কথা হল না তো সারা বেলা গেল
ব্যথায় ব্যথায় প্রাণ হল এলোমেলো।
কষ্টে বুক যায় ফেটে তারে প্রাণ চায়।।
তার কথা না শুনলে চোখে অশ্রু ঝরে
বুকের ভেতর প্রাণ কেমন যে করে।
শান্ত্বনা বোঝে না মন করে হায় হায়।।
রচনা কাল : ১৫/০৮/২০১৮ ইং