কাজ নেই আর থেকে ভরা যমুনায়
ফিরে এলে সুখ দিবে মন যদি চায়।।
মন বলে তার মুখ দিবে যত হাসি
সব হাসি নিয়ে যেন বলি ভালবাসি।
বার বার তার ডাকে ছুটে আসি বনে
প্রেম যদি দেয় সেই সুখ পাবো মনে।
এত আশা করে ভুল কষ্টে প্রাণ যায়।।
পথহারা হয়ে যাই দেখি তারে যত
মন বলে কেউ নাই ভবে তার মত।
সুখ নেই কোন খানে তার বুক ছাড়া
পর হলে তাই মন যাবে যেন মারা।
স্বপ্ন নয় বাস্তবেতে মন যেন পায়।।
রচনা কাল : ০২/১১/২০১৮ ইং